ইবে তে ড্রপশিপিং করতে হলে শুরুতেই আমরা কিছু সুবিধা পেয়ে যাব। যেমন অন্যান্য ড্রপশিপিং প্ল্যাটফর্ম এ ড্রপশিপিং শুরু করার সব চেয়ে বড় বাধা হচ্ছে পেমেন্ট গেটওয়ে এর আগে ব্যাবস্থা করা!! কিন্তু বাংলাদেশর থেকে পেমেন্ট গেটওয়ে লিগ্যাল ওয়েতে করা অনেক ব্যায়বহুল এবং সময়সাপেক্ষ।
সেদিক দিয়ে ইবে তে ড্রপ শিপিং করলে গেলে পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো চিন্তাই করতে হয় না!!
কেন চিন্তা করতে হয় না??
কারণ হচ্ছে ইবে তে এখন থেকে পেওনিয়ার এর মাধ্যমেই আপনার টাকা নিজ পকেটে নিয়ে আসতে পারবেন অন্য কোনো থার্ড পার্টি ছাড়াই!! কিন্তু অন্যান্য ড্রপশিপিং প্ল্যাটফর্ম এ ড্রপ শিপিং এ নামতে হলে মিনিমাম পেপাল এবং একটি পেমেন্ট গেটওয়ে সার্ভিস(যেমন স্ট্রাইপ, 2চেকআউট ইত্যাদি) লাগবেই!! আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেপাল অথবা অন্যান্য পেমেন্ট গেটওয়ে সার্ভিস কোনো টাই বাংলাদেশ এ অনুমোদন দিয়ে থাকে না!! আপনি যদি পেপাল অথবা অন্যান্য পেমেন্ট গেটওয়ে সার্ভিস ব্যাবহার করতে চান, তাহলে আপনাকে বাহিরের দেশে একটি কোম্পানি খুলতে হবে এবং সেই কোম্পানি এর ইনফো দিয়ে আপনি পেপাল অথবা অন্যান্য পেমেন্ট গেটওয়ে সার্ভিস ব্যাবহার করতে পারবেন যা আগেই বলেছি ব্যায়বহুল এবং সময়সাপেক্ষ। এসকল দিক বিবেচনায় একজন বিগেনার বা যার ইনভেস্ট একদম কম বা নাই বললেই চলে, তিনি ইবে ড্রপশিপিং দিয়েই উনার ড্রপশিপিং জার্নি শুরু করতে পারেন।
এবার, ইবে ড্রপ শিপিং এর আরো কিছু সুযোগ সুবিধা বর্ণনা করা যাক। ইবে ড্রপ শিপিং এর আরেকটি বড় সুবিধা হচ্ছে ইবে ড্রপ শিপিং এ কোনো ধরনের মার্কেটিং এর প্রয়োজন হয় না!! শুনতে অবাক লাগছে তাই না?? সবসময় তো শুনে এসেছেন ড্রপ শিপিং মানেই মিনিমাম ১০০০ ডলার মার্কেটিং বাজেট নিয়ে নামতে হবে। কথা সত্য কিন্তু ইবে ড্রপশিপিং এর ক্ষেত্রে প্রযোজ্য নয়!! ইবে তে ইতিমধ্যেই অনেক বায়ার আছেন। প্রায় ১৯০+মিলিয়ন বায়ার প্রতি মাসে কেনাকাটা করে থাকেন ইবে থেকে।
বায়ার যেখানে আছেনই ইতিমধ্যে, তাহলে শুধু শুধু এত টাকা পয়সা খরচ করে মার্কেটিং করার কি প্রয়োজন?? মার্কেটিং ছাড়াই যদি আমার সেল আসে, তাহলে আমি কেন এত টাকা পয়সা খরচ করব মার্কেটিং এর পিছনে?? শপিফাই বা ওয়ার্ডপ্রেস/উ-কমার্স এ ইবে বা আমাজন এর মত বায়ার নাই, মার্কেটিং করে আনতে হয়। তাই সে সকল প্ল্যাটফর্ম এ ড্রপ শিপিং করতে হলে বাজেট মিনিমাম ১ হাজার ডলার এর বেশি রাখতে হয়। আশা করি বিষয় গুলো আমাদের বুঝে এসেছে। আরও বিস্তারিত আলোচনা করা হবে কোর্স এ ।
::::::::::::::::::::::::::সার্পোট ::::::::::::::::::::::::::
- আমাদের ফেসবুক সিক্রেট গুপের মাধ্যমে লাইফ টাইম সাপোর্ট পাবেন।
- প্রতিটা মুহুর্তে ট্রেন্ডিং সব ধরনের প্রডাক্ট এর আপডেট ।
- সপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক আপডেট আলোচনা ও মিটিং ।
- জটিল প্রব্লেম এ পড়লে টিম ভিউয়ার , স্কাইপ ও এনিডেস্ক দিয়ে সরাসরি সাপোর্ট।
- প্রয়োজনে মোবাইল সার্পোট ।
::::::::::::::::::::: কোর্স করতে যা যা প্রয়োজন:::::::::::::::::::::
- একটি কম্পিউটার বা ল্যাপটপ (মোবইল দিয়ে হবে না)
- মুটামুটি ভালমানের ইন্টারনেট কানেকশন
- কম্পিউটার ও ইন্টারনেট সর্ম্পকে প্রাথমিক ধারণা
- শেখার আগ্রহ, চেষ্ট এবং ধর্য্য ।
অনলাইনে ড্রপশিপিং বিজনেস এ সফল ক্যারিয়ার গড়তে চাইলে এখুনি কোর্সে এনরোল করে আপনার আসনটি নিশ্চিত কুরুণ । নিজে ভাল থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পাশের মানুষ গুলোকে ভাল রাখুন ।
ভিডিও লেসন গুলো দেখতে ( Curriculum ) এ ক্লিক করুন ।
N.B.: যে কেউ চাইলেই এই কোর্স থেকে শিখে নিতে পারেন eBay Drop Shipping Business এর আদিঅন্ত্য তবে কোর্সটি করার পূর্বে আমার বিশেষ অনুরোধ দয়া করে মনোযোগ দিয়ে কোর্সের প্রতিটি অধ্যায় শুনবেন, বুঝার চেষ্টা করবেন, নোট করবেন ,বার বার প্রাকটিস করবেন আর না বুঝলে প্রতিটা লেকচার এর নিচে অবশ্যই কমেন্টস বক্সে বিস্তারিত লিখবেন অথবা আমাদের সিক্রেট গুপে পোষ্ট করবেন ।
Course Features
- Lectures 0
- Quizzes 0
- Duration 10 weeks
- Skill level All levels
- Language English
- Students 0
- Assessments Yes