নতুনদের জন্য স্কিল একাডেমি বাংলাদেশ এর সকল কোর্সে ফ্ল্যাট ৫০% ডিস্কাউন্ট! সীমিত সময়ের জন্য! Unlock your discount now!
আমি মোঃ সাহিদুল ইসলাম (সাঈদ), আমি সাঈদ নামেই বেশি পরিচিত। জন্ম থেকে সাতক্ষীরা জেলার, তালা থানার তেতুলিয়া ইউনিয়ানের শিরাশুনী গ্রামে বসবাস করি, গ্রামের বাড়িতেই বড় হয়ে উঠা এবং বাড়িতেই থেকে প্রাথমিক, ২০০৫ এ হাইস্কুল ও ২০০৭ এ ইন্টামিডিয়েট শেষ করি। তারপর থেকে খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি হওয়া এবং ক্যাম্পাসে থেকে পড়াশুনা করা ব্যবস্থাপনা বিষয় নিয়ে বি.বি.এস এবং এম.বি.এস পড়াশুনা শেষ করি। খুলনাতে থাকা অবস্থায় কিছু পার্টটাইম জব ও করেছি।
২০১১ তে বি.বি.এস তৃতীয় বর্ষে পড়া অবস্থায় চাকুরির জন্য পাড়ি জমানো ঢাকার শহরে। ঢাকাতে স্বনামধন্য কিছু গুপ অফ কম্পানীতে চাকুরী করছি । সর্বশেষ যে প্রতিষ্ঠানে ছিলাম সেখানে ২০১৪ এর আগষ্ট থেকে একই প্রতিষ্ঠানে চাকুরী করেছি প্রায় ৭ বছর। তাবে একটা কথা না বল্লেই নয় চাকুরীর পাশাপাশি মনে একটা জেদ ছিল যে বেশি দিন “চাকুরী করব না, চাকুরী দিব” যার ফলে স্বাধীন পেশাজীবী জগতে ভাল ভাবে দাড়াবার জন্য অনলাইনে জগতে কিছু একটা করার প্রত্যায়ে ২০০৮ থেকে লেগে থাকলেও খুব বেশি ভাল করতে পারছিলাম না।
প্রতিদিন আমার অফিস টাইমের পর বিজি হয়ে যেতাম আমার পার্সোনাল অনলাইনের কাজ নিয়ে বাহিরে তেমন একটা সময় কাটানো বা আড্ডা দেওয়া আসলে আামার কোন দিন হয়ে ওঠেনী। তবে সারাদিন কম্পিউটারে বসে নতুন কিছু শিক্ষতে খুব ভাল লাগে তাইতো আস্তে আস্তে এস.এ.ও , এস.ই.এম. এম.এম.এম, ওয়েব ডিজাইন এন্ড ডেভোলপমেন্ট, ই-মেইল মাকেটিং, ইউটিউব মাকেটিং, প্রিন্ট অন ডিমান্ট, সিপিএ মাকেটিং, এ্যাফিলাইট মাকেটিং, ডিজিটাল মাকেটিং, আইটি এর উপরে বেশ ভাল দক্ষতা যেমন সি.সি.এন.এ. এর কাজও শিক্ষা, সর্বশেষ ই-কমার্স বিজনেস, ড্রপশিপিং এবং ইন্টারন্যাশনাল ই-কমার্স বিজনেস শিক্ষা এবং অন্যদের শিক্ষানোর সামন্য চেষ্টা করার লক্ষ্যে ফাইনালী কাজ করে যাচ্ছি।
সাথে আইটি এজেন্সি প্রতিষ্ঠা করেছি প্রথমে নাম সিয়াম ডিজিটাল আইটি থাকলেও বর্তমানে নাম চেন্জ করে GetUp Marketers LLC করা হয়েছে। সারা বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক সকল কাজের সার্ভিস দিয়ে থাকি। এ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, ইটসি, টিকটক শপসহ ফেসবুক মার্কেটপ্লেস এর পাশাপাশি বাংলাদেশে ই-কর্মাস বিজনেস বিজনেস চালিয়ে যাচ্ছি। এ ছাড়া সারা বিশ্বব্যাপি ড্রপশিপিং বিজনেস চালিয়ে যাচ্ছি। এখন আমার প্রতিষ্ঠানে মুটামুটি ৩৫ জনের মত লোক কাজ করছে । আশা আছে ২০৩০ সালের মধ্যে নিজস্ব বিল্ডিং এ একটা অফিস হবে।
আমার খুবই ভাল লাগে নতুন নতুন কিছু শিক্ষতে এবং অন্যদের শিক্ষাতে তারই ধারাবাহিকতায় আমি অনেককে কাজ শিক্ষানোর জন্য মেন্টরিং করছি গত ২০১৮ থেকে যেখানে এখন পযর্ন্ত বেশ কয়েকটি বিষয়ের উপরে শিক্ষা দিয়ে আসছি। আপনারা চাইলে আমার ট্রেনিং ইনষ্টিটিউট স্কিল একাডেমি বাংলাদেশ একদিন সময় করে ভিজিট করে আসতে পারেন এবং দেখতে পারেন আমার স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং গুলো। লক্ষ যেহেতু বড় কিছু তাই এই সেক্টরে আশা করি আরও ভাল কিছু করব এবং নিজের বলার মত একটা গল্প তৈরি করব ইনশাল্লাহ। প্রতিনিয়ত কাজ শিখছি এবং কাজ করছি সাথে অন্যদেরও শিক্ষানোর সামান্ন চেষ্টা করে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন পুরাতন ভিডিও গুলো দেখলে আশা করি অনেক কিছু শিক্ষতে পারবেন। আপনারাও যারা ঘরে বসে আছেন এবং যারা আমার মত চাকুরী করতে চান না বা ভাল লাগে না তারা একটু সময় নিয়ে যেকোন একটা কাজ শিক্ষে ফেলুন এবং শুরু করে দিন মুক্ত পেশা। আপনাদের কে স্বাগতম জানাছি এই সেক্টরে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার এই কিচ্ছা পড়ার জন্য । আর হা আপনার মতামত জানাতে ভুলবেন না । যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
আমি মোঃ সাহিদুল ইসলাম (সাঈদ), জন্ম থেকে গ্রামের বাড়িতেই বড় হয়ে উঠা এবং বাড়িতেই থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পড়াশুনা শেষ করি। তারপর পাড়ি জমানো খুলনা শহরে সেখান থেকে ব্রজলাল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি হওয়া এবং ব্যবস্থাপনা বিষয় নিয়ে বি.বি.এস এবং এম.বি.এস পড়াশুনা শেষ করি। ২০১০ ই চাকুরির জন্য পাড়ি জমানো ঢাকার শহরে কিন্তু পাশাপশি মনে মধ্যে একটাই চেষ্ট নিজে কিছু করা, আর তারই পরিপেক্ষিতে জব ছেড়ে এখন ফুল টাইম কয়েকটা সেক্টর নিয়ে কাজ করে যাচ্চ্ছি ।
২৪৭, গ্রাম: শিরাশুনী, পো: শিরাশুনী
থানা-তালা, জেলা-সাতক্ষীরা, ৯৪২০,বাংলাদেশ।
৫৪/২/২, শাহআলী বাগ, মিরপুর-১
ঢাকা-১২১৬, বাংলাদেশ।
+৮৮০১৪০০-৪৮৬২৭২ (সার্পোর্ট)
support@skillacademy.com.bd