কিভাবে কীওয়ার্ড আইডিয়া পাবেন:
কীওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য অনেকে অনেক ধরনের টেকনিক করে থাকে। তার মধ্যে কয়েকটি টেকনিক হলো:
১। Google Auto Suggest & Related Search Query: বিশ্বাস করবেন কি না জানি না আমার কাছে এখন পর্যন্ত এই একটি টেকনিক সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয় এখন পর্যন্ত। গুগলের এই অটো সাজেস্ট ও রিলেটেড কীওয়ার্ড এর লিস্ট থেকে আপনি যতগুলি পারেন কীওয়ার্ড আইডিয়া নিন।
সবগুলোকে আপনার গুগল শীটের মধ্যে লিস্ট করতে থাকুন। আপনি যতো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিস্ট করতে পারবেন পরবর্তীতে আপনার কম্পিটিশন অ্যানালাইসিস করা তত বেশি সহজ হবে।
২। YouTube/Amazon Auto Suggest: শুধুমাত্র গুগলই কিন্তু এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন নয়। ইউটিউব ও অ্যামাজনকেও যথাক্রমে ভিডিও শেয়ারিং সাইটের দিক দিয়ে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং অ্যামাজনকে ইকমার্স সাইটগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বলে ধরা হয়ে থাকে।
তাই সেগুলি থেকেও কীওয়ার্ড সাজেশন নিন এবং সবগুলিকে লিস্ট করতে শুরু করুন।
৩। Google Keyword Planner: বিশ্বাস করুন আর নাই করুন আপনি যদি শুধুমাত্র এই Google Keyword Planner এর সঠিক ব্যবহার করে কীওয়ার্ড রিসার্চ করতে জানেন তাহলে বাকি টুলসগুলো আপনার খুব একটা ব্যবহার না করলেও চলবে।
সাধারনত আমাদের মধ্যে অনেকেই বাংলা ব্লগিং ওয়েবসাইটের জন্য কিভাবে কীওয়ার্ড রিসার্চ করবেন সে ব্যাপারে ঠিকভাবে জানেন না। আমি আমার পূর্বের বহু বাংলা ব্লগের জন্য এই Google Keyword Planner টুলসটি ব্যবহার করে কীওয়ার্ড রিসার্চ করতাম এবং মোটামুটি বেশ ভালো পরিমাণে অর্গানিক ট্রাফিক আমি আমার সাইটগুলোতে ড্রাইভ করাতে সক্ষম হয়েছিলাম।
[ইংরেজী ব্লগগুলোতে আপনি যেরকম ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন বাংলা ব্লগগুলোতে ওরকম খুব একটা পারবেন না। কারন এখনও পর্যন্ত মানুষ বাংলায় ওরকমভাবে ইংরেজী ভাষার মতো খুব একটা সার্চ করে না। তাই স্বাভাবিকভাবেই বাংলা সাইটগুলোর জন্য কিছুটা কষ্টকর এরকম বাংলা কীওয়ার্ড নিয়ে কাজ করা। তবে একবারে যে খারাপও হয়, তাও নয়]
৪। Ubersuggest: বর্তমান সময়ে এই উবার সাজেস্ট কিছুটা পেইড টুলস হলেও আপনি ফ্রিতেও মোটামুটি বেশ ভালো ভালো কিছু কীওয়ার্ড এর সাজেশন পাবেন এ টুলসের সাহায্যে। বিশেষ করে Comparison টাইপের কীওয়ার্ড এর সেকশনটা আমার নিজের কাছে খুব ভালো লাগে এই টুলসটার।
আমার সাজেশন হবে ৩৫০ টাকা দিয়ে যদি আপনি কিনে নিতে পারেন এই টুলসটি একমাসের জন্য তাহলে খুব একটা খারাপ হবে না। অন্তত অন্যান্য এসইও টুলসের তুলনায় [দামের দিক দিয়ে] এটি আপনাকে বেশ ভালো হেল্প করবে কম দামে অল্প খরচে স্বল্প সময়ে বেশ ভালো কিছু কীওয়ার্ড আইডিয়া খুজেঁ বের করতে।
৫। Soovle: Soovle এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি নিজে কোনো টপিক লিখে সার্চ দিলে সেটি আপনাকে ৫টি ওয়েবসাইট এর সার্চ বক্স থেকে কীওয়ার্ড আইডিয়া দিবে। সাইট ৭টি হল – Google, Wikipedia, Answer.Com, YouTube, Bing, Yahoo, Amazon।
এই একটি টুলস আপনাকে একই সাথে এই ৭টি ওয়েবসাইট কীওয়ার্ড সাজেশন এনে দিবে। এই ফিচটারটি আমার নিজের কাছে খুব মারাত্নক বলে মনে হয়। আপনি নিজেও চাইলে ট্রাই করে দেখতে পারেন।
যে সমস্ত কীওয়ার্ড আইডিয়া পাবেন সবগুলিকে আপনার ওই গুগল শীটে নোট করে ফেলুন।
৬। LSIGraph: এই ওয়েবসাইটটি সাধারনত আমরা অনেকে LSI Keyword বের করতে ব্যবহার করে থাকি। সাধারনত কনটেন্ট রাইটিং এর সময় বা এ ধরনের কাজ করতে গেলে আমরা একবার এই সাইটে ঢু মেরে আসি।
আমি যখন কীওয়ার্ড রিসার্চ করি তখনও একবার এই সাইটে ঢু মারি। তার কারন এই সাইটের মধ্যে থেকে আমি অনেক সময় অনেক ভালো ভালো সুন্দর সুন্দর লং টেইল কীওয়ার্ড সাজেশন পেয়েছি। যেগুলো আমাকে আমার বা আমার ক্লায়েন্ট এর ওয়েবসাইটগুলোতে ট্রাফিক ড্রাইভ করতে হেল্প খুব করেছে।
*** আমরা অনেক সময় Anchor Text রেশিও বজায় রাখতে গিয়ে খুব টেনশনে পড়ে যাই। কারন চিন্তা করে ব্র্যান্ডেড অ্যাংকর দিব নাকি জেনেরিক অ্যাংকর দিব।
আমি অনেক সময় এই LSIGraph থেকে কীওয়ার্ড সাজেশন নিয়ে LSI Keyword দিয়ে অ্যাংকর করেছি। এতে যেমন একদিকে আপনি গুগলের পেনাল্টির রিস্ক থেকে বেচেঁ থাকতে পারবেন অন্যদিকে বিষয়টিকে খুব ন্যাচারাল বলেও মনে হবে।
তবে চেষ্টা করবেন বেশির ভাগ সময় ব্র্যান্ডেড বা জেনেরিক কীওয়ার্ড ব্যবহার করতে।
৭। Wikipedia: আপনি যদি ইনফরমেটিভ আর্টিকেল লেখার জন্য কীওয়ার্ড সার্চ করেন তাহলে উইকিপিডিয়া হতে পারে আপনার জন্য একটি তুখোড় ক্ষেপনাস্ত্র।
উইকিপিডিয়ার টেবিল অব কনটেন্ট এর ভিতর থেকে আপনি খুব সুন্দর সুন্দর কিছু কীওয়ার্ড আইডিয়া পাবেন। সেগুলি দিয়ে আপনি চাইলে আপনার ইনফরমেটিভ আর্টিকেল লিখতে পারবেন। তাছাড়া আপনার কনটেন্ট এর হেডিংগুলোও আপনি চাইলে এখানে থেকে ধারনা নিয়ে ব্যবহার করতে পারেন।
৮। Forums: আপনার নিশ রিলেটেড যে সমস্ত ফোরাম আছে সেগুলোতে গিয়ে একটু খোজঁ করে দেখুন কোন কোন বিষয় নিয়ে সেখানে খুব কথাবার্তা হচ্ছে, কি কি টপিকে তারা আড্ডা দিচ্ছে। একটু নোট করুন সেগুলো।
ভেবে দেখুন তারা যে সব নিয়ে ফোরামে কথাবার্তা বলছে সেগুলি নিয়ে কিন্তু তারা অবশ্যই ১/২ বার গুগলেও সার্চ করেছে। আচ্ছা তারা না করুক, অন্য কেউ তো করতে পারে। ওই সমস্ত কীওয়ার্ডগুলোরও কিন্তু কিছু না কিছু সার্চ ভলিউম থাকার কথা। তাই সেগুলিকেও আপনার শীটে নোট করে ফেলুন।
আশা করছি এতোগুলি জায়গা থেকে কীওয়ার্ড আইডিয়া পাওয়ার পরে আপনার আর খুব একটা কীওয়ার্ড এর সাজেশন এর দরকার পড়বে না। আর যদিওবা পড়ে তাহলে তো Ahrefs, Semrush, Moz, KWFinder, Keywordtool.io ইত্যাদি বড় বড় সাইট আছেই তাদের থেকেও আপনি যদি পারেন (টাকা থাকে) কীওয়ার্ড সাজেশন নিবেন।
চলবে……………………