সীমিত সময়ের মধ্যে চালু হতে যাচ্ছে আমাদের বেশ কিছু এক্সকুসিভ ট্রেনিং। সবার জন্য থাকছে আকর্ষ নীয় স্কলারশীপ “ভিজিট করুণ ” 🎁

কীওয়ার্ড রিসার্চের হাতেখড়ি পর্ব-০৪

কিছু কমন প্রশ্ন উত্তর:

প্রশ্ন: কীওয়ার্ড এর সার্চ ভলিউম তো একেক টুলসে একেক রকম দেখায়। সবচেয়ে নির্ভরযোগ্য কোনটা?

উত্তর: Google Keyword Planner। যদি পারেন ভাই, এটি ব্যবহার করুন। কারন গুগলে কে কতবার কোন কীওয়ার্ড লিখে সার্চ দেয় এটি গুগলের থেকে ভালো আর কেউ বলতে পারবে না।

আর যদি বলেন যে Google Keyword Planner তো কীওয়ার্ড এর সঠিক সার্চ ভলিউম দেখায় না, তাহলে বলব আপনার হয়ত জানার কিছুটা ভুল আছে বা ধারনা কম আছে। Google Keyword Planner থেকেও সঠিক এবং Exact ডাটা পাওয়া যায় কিন্তু তার জন্য কিছু খরচাপাতি করতে হয়।

প্রশ্ন: একেক টুলসের একেক রকম কীওয়ার্ড ডিফিকাল্টি দেখায়। কোনটি বিশ্বাস করবো?

উত্তর: একটাও না। ভাই, এরা রোবট। এরা আপনার আমার মতো মানুষ না। এরা একেক জন একেকটা ম্যাট্রিক্স এর উপর ভিত্তি করে রেজাল্ট শো করে।

কেউ গুগলের ১ম পেজের সবার ব্যাকলিংকের উপর ভিত্তি করে রেজা্ল্ট দেয় তো আবার কেউ দেখা যায় সবার ডোমেইন অথোরিটির উপর বেজ করে রেজাল্ট দেয়।

এমনও হতে পারে যে ১টা সাইটের ব্যাকলিংক ৩০০ আর বাকি সবগুলোর ১, ২ করে। তখন কি আপনি ওই কীওয়ার্ড নিয়ে কাজ করবেন না?

বা ধরুন সবারই ব্যাকলিংক ৫০/৬০টা করে কিন্তু সব হচ্ছে স্প্যামি আর লো কোয়ালিটির ব্যাকলিংক। তখন কি আপনি ওই কীওয়ার্ড নিয়ে কাজ করবেন না।?

নিশ্চয়ই করবেন।

তাই অন্ধের মতো টুলসের উপর বিশ্বাস না করে নিজেও একটু ম্যানুয়ালি চেক করুন। আমার কাছে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বলে মনে হয়।

প্রশ্ন: ভাই KGR কীওয়ার্ড নিয়ে তো কিছু বললেন না।

উত্তর: জি, বলি নি। একে তো এটা একটা অ্যাডভান্সড লেভেলের এসইও টেকনিক আবার অন্যদিকে এটিকে অনেকে ব্ল্যাক হেট টেকনিকও মনে করেন। তাই এ ধরনের সুন্দর একটি পরিবেশে এই টপিকে খুব একটা আলোচনা করতে ইচ্ছা করল না আরকি। 😉

প্রশ্ন: ভাই বায়িং ইনটেন্ট কীওয়ার্ড, ইনফরমেটিভ কীওয়ার্ড, ব্রড কীওয়ার্ড, ফ্রেচ ম্যাচ কীওয়াড – এগুলি নিয়ে তো কিছু বললেন না।

উত্তর: বাহ্, আপনি তো দেখছি কীওয়ার্ড রিসার্চ সর্ম্পকে ভালোই জানেন। তাহলে শুধু শুধু আবার জানা কথা জানতে চাচ্ছেন কেন? নাকি আমি জানি সেটি জানতে চাচ্ছেন? 😅😅😅 (আমি ভাই আসলে খুবই কম জানি। যতটুকু জানি ততটুকুই আসলে সবার সাথে শেয়ার করতে চাই আরকি।)

আসলে এখানে আমি আজকে বুঝানোর চেষ্টা করেছি কীওয়ার্ড রিসার্চ করা সর্ম্পকে। হ্যা, আমি জানি কীওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে কীওয়ার্ড এর প্রকারভেদ এগুলি সর্ম্পকে ধারনা রাখতে হবে। যদি আপনরা অনেকে এই বিষয়টি সর্ম্পকে জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়েন।

আমি চেষ্টা করব সেটি নিয়ে আরেকটি পোস্ট করার। তবে একটি পোস্টের মধ্যে আসলে এতো কিছু দিলে বিষয়টা কেমন জানি হয়ে যাবে বলে মনে হয়েছে আমার কাছে। তাই দিই নি।

প্রশ্ন: নতুন অবস্থায় কত সার্চ ভলিউমের কীওয়ার্ড নিয়ে কাজ করাটা ঠিক হবে?

উত্তর: এটা আমার ব্যক্তিগত মতামত। আগেই বলে নিচ্ছি। আমি যদি একদম নতুন সাইট নিয়ে কাজ করি এবং আমার বাজেট বলতে গেলে না থাকে তাহলে আমি চেষ্টা করবো সর্বোচ্চ ৫০০ সার্চ ভলিউমের কীওয়ার্ড নিয়ে কাজ করতে। সর্বোচ্চ হয়ত ১ হাজার নিয়ে কাজ করার চেষ্টা করব।

তবে পারতপক্ষে চেষ্টা করব এর বেশি না যাওয়ার যদি না কীওয়ার্ডটি খুবই লো কম্পিটিটিভ হয় (যদি গুগলের ১ম পেজে লো কম্পিটিটিভ কীওয়ার্ডের বৈশিষ্ট্যগুলো থাকে।)

কারন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যেই কীওয়ার্ড এর সার্চ ভলিউম বেশি সেই কীওয়ার্ড আজকে লো কম্পিটিটিভ থাকলেও ১ মাস পরে সেটির কম্পিটিশন কিন্তু আস্তে আস্তে বাড়বে।

কারন আপনার মতো হয়ত আরও অনেকেই এই কীওয়ার্ডে রাংক করার জন্য একইসাথে চেষ্টা করবে। তাই আপনাকে কিন্তু অলরেডি যারা রাংকে আছে, তাদের পাশাপাশি আপনার রানিং কম্পিটিটরদের (যারা আপনারই মতো ওই কীওয়ার্ডে একই সাথে রাংক করার চেষ্টা করছে) তাদের সাথেও কম্পিটিশন করে রাংকে আসতে হবে।

তাই বেশি সার্চ ভলিউমের কীওয়ার্ড না নিয়ে অল্প সার্চ ভলিউমের কীওয়ার্ড নিয়ে কাজ করলে দেখবেন আপনি কম সময়ের মধ্যে রাংক করতে পারছেন।

সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে কম সার্চ ভলিউমের কীওয়ার্ডেও যে আপনার রানিং কম্পিটিটর কম হবে এর কি নিশ্চয়তা আছে?

কোনো নিশ্চয়তা নেই।

তবে যেহেতু আমরা মানুষ সেহেতু আমাদের মধ্যে লোভ থাকবে এটাই স্বাভাবিক। তাই সাধারনত বেশিরভাগ মানুষই চাইবে কম কীওয়ার্ড ডিফিকাল্টিসম্পন্ন হাই সার্চ ভলিউমের কীওয়ার্ডগুলোতে রাংক করার জন্য।

কম কীওয়ার্ড ডিফিকাল্টিসম্পন্ন কম সার্চ ভলিউমের কীওয়ার্ডগুলোতে সাধারনত মানুষজন খুব একটা টার্গেট করবে না যখন সে একই সাথে হাই সার্চ ভলিউমের ওই একই কীওয়ার্ড ডিফিকাল্টিসম্পন্ন (কম কীওয়ার্ড ডিফিকাল্টিসম্পন্ন) কীওয়ার্ড তার হাতের কাছে পাবে।

তাই আমরা ধারনা করতে পারি যে কম কীওয়ার্ড ডিফিকাল্টিসম্পন্ন হাই সার্চ ভলিউমের কীওয়ার্ডের তুলনায় কম সার্চ ভলিউমের কম কীওয়ার্ড ডিফিকাল্টিসম্পন্ন কীওয়ার্ডগুলোতে রানিং কম্পিটিটরের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকবে।

আশা করি কীওয়ার্ড রিসার্চ সর্ম্পকে আপনাদের মোটামুটি একটা ব্যাসিক ধারনা চলে এসেছে।

ধন্যবাদ।

Tags:

Share:

Leave A Reply

You May Also Like

কিভাবে কম্পিটিশন অ্যানালাইসিস করবেন? কম্পিটিশন অ্যানালাইসিস করার কয়েকটা পদ্ধতি আছে। অনেকে এক্ষেত্রে নিজেই নিজের জন্য বিভিন্ন পদ্ধতি বা টেকনিক বা...
কিভাবে কীওয়ার্ড আইডিয়া পাবেন: কীওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য অনেকে অনেক ধরনের টেকনিক করে থাকে। তার মধ্যে কয়েকটি টেকনিক হলো: ১।...
কীওয়ার্ড রিসার্চ হচ্ছে যেকোনো ধরনের সার্চ ইঞ্জিন বেজড অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য একটি অত্যন্ত গুরুত্বর্পূণ বিষয়। আর কেন জানি আমরা...
পরিচিত ৫৫ টি অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ করলে পাওয়া যাবে ৪% ইনসেন্টিভ | Great News For BD Freelancers ফ্রীলেন্সার এবং...